ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও Logo শিক্ষার্থীর মৃত্যুতে মধ্যরাতে ইবি বিশ্ববিদ্যালয় হলে হলে বিক্ষোভ, আজ সারা দিনে উত্তাল ক্যাম্পাস Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলা, আটক ২

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকীর (৫১) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি রামদা উদ্ধার করা হয়। সোমবার রাত ৮টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান।

 

এর আগে সন্ধ্যায় শহরের গোয়ালচামটস্থ মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখে ছেলে মো. রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। এরমধ্যে রিপন শেখ জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মো. নাছিরের সহযোগী বলে জানা গেছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুল ইাসলাম সিদ্দিকী মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে মসজিদের গেইটে পৌঁছানো মাত্র ৪ থেকে ৫ জন হামলার চেষ্টা চালায়। এ সময় এক হামলাকারী মাফলার দিয়ে কামরুল ইসলাম সিদ্দিকীর গলা পেঁচিয়ে ফেলে। বিষয়টি দেখতে পেয়ে রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র রামদা দিয়ে আঘাত করলে তিনি আহত হন। এরপরই হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়েপালিয়ে যাওয়ার সময় রিপন শেখ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

 

আহত রেজাউল করিম সজল জানান, হঠাৎ করেই দেখি ওনাকে (কামরুল ইসলাম সিদ্দিকী) মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ফেলেছে। তখন আমি ঠেকানোর চেষ্টা করলে হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপরই রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি ধরে ফেলি। তখন আমার হাতের কনুইয়ের অংশ কেটে যায়।

 

এ ব্যাপারে কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হামলাকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পেরেছি। রাজনৈতিক কারণে আমার ওপর এই হামলা হয়েছে। আমি সভাপতি হওয়ার পরপর থেকে আমি বাসস্ট্যান্ড কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধের চেষ্টা চালিয়ে আসছি। এতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে আজ এ ঘটনা ঘটায়। পূর্বেও চক্রটি আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে রাতেই মামলা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলা, আটক ২

আপডেট টাইম : ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকীর (৫১) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি রামদা উদ্ধার করা হয়। সোমবার রাত ৮টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান।

 

এর আগে সন্ধ্যায় শহরের গোয়ালচামটস্থ মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখে ছেলে মো. রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। এরমধ্যে রিপন শেখ জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মো. নাছিরের সহযোগী বলে জানা গেছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুল ইাসলাম সিদ্দিকী মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে মসজিদের গেইটে পৌঁছানো মাত্র ৪ থেকে ৫ জন হামলার চেষ্টা চালায়। এ সময় এক হামলাকারী মাফলার দিয়ে কামরুল ইসলাম সিদ্দিকীর গলা পেঁচিয়ে ফেলে। বিষয়টি দেখতে পেয়ে রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র রামদা দিয়ে আঘাত করলে তিনি আহত হন। এরপরই হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়েপালিয়ে যাওয়ার সময় রিপন শেখ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

 

আহত রেজাউল করিম সজল জানান, হঠাৎ করেই দেখি ওনাকে (কামরুল ইসলাম সিদ্দিকী) মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ফেলেছে। তখন আমি ঠেকানোর চেষ্টা করলে হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপরই রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি ধরে ফেলি। তখন আমার হাতের কনুইয়ের অংশ কেটে যায়।

 

এ ব্যাপারে কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হামলাকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পেরেছি। রাজনৈতিক কারণে আমার ওপর এই হামলা হয়েছে। আমি সভাপতি হওয়ার পরপর থেকে আমি বাসস্ট্যান্ড কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধের চেষ্টা চালিয়ে আসছি। এতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে আজ এ ঘটনা ঘটায়। পূর্বেও চক্রটি আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে রাতেই মামলা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


প্রিন্ট