মোঃ আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা আলমগীর কবিরের পক্ষে দুস্থদের মাঝে বীনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরন অব্যাহত রয়েছে। আমেরিকান প্রবাসী উক্ত নেতার ব্যাক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা নদীর গোপালপুর ঘাটে এবং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় এক হাজার দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরন করা হচ্ছে বলে জানা গেছে।
এ কম্বল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনা ও সহায়তা করেন কৃষকদল নেতা আলমগীর কবিরের পক্ষে তার ছোট ভাই মোঃ মোস্তফা কবির। এসব শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা মঞ্জুরুল হক মৃধা, ওয়াহিদুজ্জামান মোল্যা, পিন্টু মৃধা ও আলী মৃধা প্রমূখ।
জানা যায়, ওই দিন দুপুরে উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় চরঝাউকান্দা ইউনিয়নের প্রতি পরিবারে একটি করে ২০০ পরিবারের মাঝে ২০০ পিচ কম্বল এবং চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চরভদ্রাসন সদর ইউনিয়নের প্রতি পরিবারে একটি করে ৮০০ পরিবারের মাঝে ৮০০ পিচ কম্বল সহ মোট এক হাজার পিচ শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। এর আগে উক্ত কৃষকদল নেতা আলমগীর কবিরের পক্ষে শীতার্ত পরিবারে আরও দুই হাজার কম্বল বিতরন করা হয়েছে বলেও জানা গেছে।
প্রিন্ট