ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক সালাম দর্জিকে (৪৫) পুলিশ আটক করেছে।
জানা গেছে, শনিবার সকাল ১১টায় বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির দর্জি সালাম (৪৫) পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে শিশুটিকে।
পরে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
অভিযুক্ত সালামকে স্থানীয় জনতা আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।
প্রিন্ট