হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ। প্রধান আলোচক সমাজকর্মী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম, সাংবাদিক আমির হামজা, জিল্লুর রহমান রাসেল, ছায়েদ আহামেদ, মাস্টার আবুল কাশেম, সোনাদিয়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি মাহমুদ আব্বাস জনি, আলোর মশালের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আরিয়ান ফরিদ।
সংগঠনের সদস্যরা জানান, আলোর মশাল ২০১০ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণেরা সামজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আগামী দিনেও মানবিক কার্যক্রম গুলো অব্যাহত রাখবে।
আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, প্রচার সম্পাদক মিসকাত মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহাদুর রহমান, সদস্য আরমান আলী, ইলিয়াস উদ্দিন বাবলু, রবিন উদ্দন, রাজিব উদ্দিন, আজগর হোসেন স্বপন, মামুন হাওলাদার, সোহাগ উদ্দিন প্রমুখ।
প্রিন্ট