ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে ৩ জন তরুণের প্রাণ ঝরেছে।
নিহতারা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) এবং আসাবের ছেলে পলাশ (১৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছে উপজেলার বাথইল গ্রামের শ্রী নিরেনের ছেলে শ্রী সন্তু (৩০)।
বুধবার (১লা জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাজার পার হয়ে আজিজ আটা মিলের সামনে কালিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রথম তিনজন প্রাণ হারায়। অপরদিকে শ্রী সন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী হতে দুটি মোটরসাইকেল যোগে নিহত তিনজন এবং আহত একজন নওগাঁ জেলার মান্দা উপজেলার নিজ বাড়ির উদ্যোশ্যে যাওয়ার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পিছন দিক হতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলের আরোহী পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রথম ৩ জন মৃত্যুবরণ করে।
অপরদিকে একজন মোটরসাইকেল আরোহী শ্রী সন্তু গুরুতর জখম প্রাপ্ত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে এবং ঘাতক ট্রাক সহ দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
প্রিন্ট