আতিয়ার রহমান, রাজবাড়ী থেকে
গত ২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার ডিবি পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা’র (ডিবি পুলিশ) অফিসার্স ইনচার্জ মফিজুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আতাউর রহমান সহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা সদর থানাধীন মাছ বাজার সংলগ্ন অটোস্ট্যান্ডের পাশের থেকে সাইদুল সরদার (৩৫) কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০০ শত পিছ ইয়াব ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃত সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য, রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের তথ্য উদঘাটন ও অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট