কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
যশোরের প্রাচ্য আকাদেমি তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
প্রাচ্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আগামীর পৃথিবীকে পথনির্দেশ করবে। ইতিমধ্যে সিরিয়াতে এর প্রভাব লক্ষ্য করা গেছে, এবং আগামীতে এমন আন্দোলন আরো অনেক জায়গায় দেখা যাবে।”
তিনি বলেন, “ইতোমধ্যে ইকোনোমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় বাংলাদেশ প্রথম স্থান পেয়েছে, যা বাংলাদেশের ১৮ কোটি মানুষের সাফল্যের প্রতীক।”
জেলা প্রশাসক আরও বলেন, “মধ্যপ্রাচ্য থেকে চীন পর্যন্ত ছড়িয়ে থাকা নানা কালচার আত্মস্থ করেছে উপমহাদেশের মানুষ। সুতরাং, এককভাবে কোনো ব্যক্তি বা মতবাদ যদি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বারবার জুলাই-আগস্ট ফিরে আসবে।” তিনি বলেন, “সব ধরনের সাংস্কৃতিক মূল্যবোধ গ্রহণ ও বর্জন করার ক্ষমতা আমাদের আছে।”
তিনি আরো বলেন, “কোনো আন্দোলনের মূল লক্ষ্য ব্যক্তি বা রাষ্ট্র নয়, বরং সেই সিস্টেমের বিরুদ্ধে যা স্বাভাবিকতাকে ব্যাহত করে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আমরা রাস্তায় দাঁড়াই, কারণ সেই সিস্টেমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।” তিনি প্রাচ্য আকাদেমি এবং প্রাচ্য সংঘের মতো সংগঠন গড়ে তোলার জন্য প্রতিষ্ঠাতা বেনজীন খানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাচ্য আকাদেমির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত লেখক, কবি, গবেষক, আলোচক ও সাংবাদিক বেনজীন খান, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এবং প্রাচ্য আকাদেমির শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে তরিকুল ইসলাম তারেক।
আলোচনা সভার পর প্রাচ্য আকাদেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।
আরও পড়ুনঃ চাটমোহরে স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামি আটক
এর আগে, প্রাচ্য গ্যালারিতে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক। চিত্র প্রদর্শনীতে প্রাচ্য আকাদেমির শিক্ষার্থীদের আঁকা মোট ৪৪টি চিত্র স্থান পায়। উদ্বোধনের পর জেলা প্রশাসক প্রদর্শনীতে থাকা চিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন।
প্রিন্ট