বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর-৪ আসনে বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়। র্যালির নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা সদর থেকে বিজয় র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক দিয়ে হাঁটে, পরে সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা এবং মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।
পরে বিজয় র্যালিটি সদরপুর থেকে চরভদ্রাসন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর নদীর পাড়ে অবস্থিত ভাষাণচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা, যিনি আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে একত্রিত হওয়ার আবেদন করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
আরও পড়ুনঃ মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষকে মোটরসাইকেল যোগে বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
প্রিন্ট