মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বীজ ব্যবসায়ী হাসেম মোল্লার বাড়ি থেকে চোরাই সন্দেহে বায়ার কোম্পানির ১৬ লক্ষ টাকার লোনা ছত্রাকনাশক কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে বায়ার কোম্পানির এরিয়া ম্যানেজার সুব্রত রায় হাসেম মোল্লার বাড়ির দোতলা ভবনের নিচে এই ওষুধের সন্ধান পেয়ে ইতিপূর্বে চুরি যাওয়া ছত্রাক নাশক লুনার ২৭ কাটুন কীটনাশক উদ্ধার করে।
বিষয়টি জানাজানি হলে মধুখালী থানা পুলিশ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৭ কাটুন মাল উদ্ধার করে মধুখালী থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে আল মিশন ট্রেডার্স এর মালিক মোঃ মতিয়ার রহমান মোল্লার গড়িয়াদহ দোকান থেকে কীটনাশক চুরি হয় মর্মে তিনি মধুখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।
উদ্ধারকৃত কীটনাশক ওষুধ সম্পর্কে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, আমরা হাসেম মোল্লার বাড়ি থেকে ২৭ প্যাকেট কীটনাশক ঔষধ উদ্ধার করে থানায় এনেছি। যাচাই-বাছাই চলছে, এই কীটনাশকের প্রকৃত মালিক কে, জব্দকৃত কীটনাশক ঔষধের আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা।
প্রিন্ট