মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
গাজনা আশাপুর আদর্শ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মধুখালী, ফরিদপুর এর ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সাধারন সম্পাদক ও তিনজন সদস্য সমিতির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী ৩রা ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
মনোনয়নপত্র বিতরণ করেন মোঃ আজাদ বিশ্বাস, সভাপতি নির্বাচন কমিটি, মোঃ লিয়াকত আলী শেখ, সদস্য নির্বাচন কমিটি, মোঃ আবু সাঈদ মোল্লা, সদস্য নির্বাচন কমিটি গাজনা আশাপুর আদর্শ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
এ সময় ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজনা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক মোঃ লিয়াকত আলি শেখ, সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ মনোয়ার হোসেন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ ইমারত হোসেন। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ নূর হোসেন ফকির, ইউপি সদস্য গাজনা ইউনিয়ন পরিষদ। মোঃ সেকেন্দার আলী শেখ ও নৃপেন্দ্রনাথ কর।
আরও পড়ুনঃ বাংলা একাডেমির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
০৪ ডিসেম্বর সকাল ১০ টা হতে বেলা দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। ৫ ডিসেম্বর সকাল দশটা হতে বেলা ১২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
প্রিন্ট