রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সংবাদ প্রকাশ করায় দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল ২১নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভূলতা গোলাকান্দাইল চৌরাস্তায় তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে তারা সেখানে সভা করে।
সভায় বক্তারা বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে ইয়াছিন মিয়ার লুটপাট,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী আজ অতিষ্ঠ। মাদক, সন্ত্রাস, নৈরাজ্যের সংবাদ প্রকাশ করায় জাহাঙ্গীর মাহমুদের উপর সন্ত্রাসীরা হামলা করে ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থান থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ তাদের গ্রেফতার করেনি। আসামীরা মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
সভায় গোলাকান্দাইল এলাকার বাসিন্দা আইনুল হক, সোলেমান মিয়া, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা আক্তার, জহুরা বেগম, মমতাজ বেগম, লাইলীআক্তার, মানসুরা, মহসিন মিয়া, আব্দুর রশিদ, মহিউদ্দিন, আব্দুল হালিম, আলামিন, বিল্লাল হোসেন, হাবিবুর রহমান টিটু উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ গাড়িতে হামলার মামলা দিতে গিয়ে রাজাপুরে শাজাহান ওমর আটক
উল্লেখ্য মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত ১৭নভেম্বর সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পাঁচ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০/৫০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
প্রিন্ট