ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

খোকসায় বিশেষ অভিযানে অটো ভ্যান চুরির মামলার ২ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা  বিশেষ অভিযান পরিচালনা কালে খোকসা থানা থানা পুলিশ ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি মামলার ২জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম জানান  মামলার এফআইআর নং-১, তারিখ- ০২ নভেম্বর ২০২৪, ধারা- 379/411 The Penal Code, 1860; এর আসামী ১. মোঃ বাদশা পরামানিক(২৯), পিতা- ওমর আলী পরামানিক,  ২. মোঃ আনোয়ার (২৮), পিতা- দাউদ পরামানিক, উভয় সাং- গোপগ্রাম (দক্ষিণপাড়া), থানা- খোকসা, জেলা  কুষ্টিয়াদ্বয়কে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় হাতে নাতে ধৃত হয়ে মামলায় গ্রেফতার করা হইয়াছে।
তিনি আরো জানান আসামী মোঃ বাদশা পরামানিক (২৯) এর বিরুদ্ধে একাধিক চুরি , মাদক, খুন, অস্ত্র, মারামারিসহ ১৩ টি মামলা রহিয়াছে এবং আসামী মোঃ আনোয়ার এর বিরুদ্ধ চুরি ও খুনসহ ০৩টি মামলা রহিয়াছে। উক্ত আসামীদ্বয় ০১/১১/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় মালিগ্রাম থেকে জনৈক মোঃ রফিক শেখ, পিতা- মৃত আজাহার শেখ, সাং-ইচলাট, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর ব্যবহৃত ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় ধৃত হয়। তাদেরকে কোটহাজরাতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

খোকসায় বিশেষ অভিযানে অটো ভ্যান চুরির মামলার ২ আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসা  বিশেষ অভিযান পরিচালনা কালে খোকসা থানা থানা পুলিশ ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি মামলার ২জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম জানান  মামলার এফআইআর নং-১, তারিখ- ০২ নভেম্বর ২০২৪, ধারা- 379/411 The Penal Code, 1860; এর আসামী ১. মোঃ বাদশা পরামানিক(২৯), পিতা- ওমর আলী পরামানিক,  ২. মোঃ আনোয়ার (২৮), পিতা- দাউদ পরামানিক, উভয় সাং- গোপগ্রাম (দক্ষিণপাড়া), থানা- খোকসা, জেলা  কুষ্টিয়াদ্বয়কে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় হাতে নাতে ধৃত হয়ে মামলায় গ্রেফতার করা হইয়াছে।
তিনি আরো জানান আসামী মোঃ বাদশা পরামানিক (২৯) এর বিরুদ্ধে একাধিক চুরি , মাদক, খুন, অস্ত্র, মারামারিসহ ১৩ টি মামলা রহিয়াছে এবং আসামী মোঃ আনোয়ার এর বিরুদ্ধ চুরি ও খুনসহ ০৩টি মামলা রহিয়াছে। উক্ত আসামীদ্বয় ০১/১১/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় মালিগ্রাম থেকে জনৈক মোঃ রফিক শেখ, পিতা- মৃত আজাহার শেখ, সাং-ইচলাট, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর ব্যবহৃত ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় ধৃত হয়। তাদেরকে কোটহাজরাতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট