আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৪, ৫:৩৯ পি.এম
খোকসায় বিশেষ অভিযানে অটো ভ্যান চুরির মামলার ২ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা বিশেষ অভিযান পরিচালনা কালে খোকসা থানা থানা পুলিশ ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি মামলার ২জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম জানান মামলার এফআইআর নং-১, তারিখ- ০২ নভেম্বর ২০২৪, ধারা- 379/411 The Penal Code, 1860; এর আসামী ১. মোঃ বাদশা পরামানিক(২৯), পিতা- ওমর আলী পরামানিক, ২. মোঃ আনোয়ার (২৮), পিতা- দাউদ পরামানিক, উভয় সাং- গোপগ্রাম (দক্ষিণপাড়া), থানা- খোকসা, জেলা কুষ্টিয়াদ্বয়কে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় হাতে নাতে ধৃত হয়ে মামলায় গ্রেফতার করা হইয়াছে।
তিনি আরো জানান আসামী মোঃ বাদশা পরামানিক (২৯) এর বিরুদ্ধে একাধিক চুরি , মাদক, খুন, অস্ত্র, মারামারিসহ ১৩ টি মামলা রহিয়াছে এবং আসামী মোঃ আনোয়ার এর বিরুদ্ধ চুরি ও খুনসহ ০৩টি মামলা রহিয়াছে। উক্ত আসামীদ্বয় ০১/১১/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় মালিগ্রাম থেকে জনৈক মোঃ রফিক শেখ, পিতা- মৃত আজাহার শেখ, সাং-ইচলাট, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর ব্যবহৃত ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় ধৃত হয়। তাদেরকে কোটহাজরাতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha