ফরিদপুরের চরভদ্রাসনে রক্তাক্ত ২৮ অক্টোবর-২০০৬ স্মরণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভদ্রাসন উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সেক সোলায়মান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও আইটি সম্পাদক মোঃ ফরিদুল হুদা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এস এম শাহজাহান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির চরভদ্রাসন উপজেলা শাখা; মোঃ এনামুল কবির, ৭নং ওয়ার্ড সভাপতি চরভদ্রাসন; মোঃ ফরহাদ হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি; ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবুর রহমান; মোঃ মহোব্বত হোসেন, সদস্য উলামা বিভাগ; মোঃ ইমাম মাহদী, সভাপতি উপজেলা শাখা ছাত্রশিবির; এবং মোঃ শিরাজুল ইসলাম, সাবেক সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবির।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের উপযুক্ত বিচার দাবি করেন। তারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে সকল শ্রেণী-পেশার মানুষকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানান।
প্রিন্ট