কুষ্টিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার (২৭ অক্টোবর) সকালে কুষ্টিয়া কোর্ট ষ্টেশন সংলগ্ন জেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার গরিব ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া শহর যুবদল আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আল-আমিন রানা (কানাই), সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, এবং সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মাজেদ। এছাড়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব জিল্লুলুর রহমান জনি।
বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।”
জাকির হোসেন সরকার আরও উল্লেখ করেন, “সুস্থ সফল জনগোষ্ঠীর প্রয়োজন একটি সুশীল সুন্দর দেশ গঠনের জন্য। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, কারণ অসুস্থ হওয়ার আগে নিজেকে সুস্থ রাখতে হবে।”
প্রিন্ট