আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় খেতের ভুট্রার পাতা কাটায় শফিকুল ইসলাম( ৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০-৪-২০২৫) উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের কালিদাস খালির স্কুল ফান্ড এলাকায় ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে বাঘা পৌর সভার মশিদপুর গ্রামের জিন্নাতের ছেলে লতিফুল ইসলাম ওরফে গিয়াস উদ্দীনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
.
জানা যায়, লতিফুল ইসলাম ওরফে গিয়াসের চর কালিদাস খালির স্কুল ফান্ড এলাকায় ভুট্রা খেত রয়েছে। কে বা কারা সেই খেতের ভুট্রার মাথা কেটে নিয়ে যায়। তার পর থেকে সে ওৎ পেতে ছিল ভুট্রার মাথা কাটা লোককে ধরার জন্য।
বৃহসপতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সেই খেতে গিয়ে ভুট্রার পাতা কাটছিল শফিকুল ইসলাম। এসময় ধারালো হাসুয়া দিয়ে পেছন থেকে শফিকুল ইসলামের বাম বগলের নীচে কোপ মারে লতিফুল উসলাম ওরফে গিয়াস। তাকে মৃত প্রায় অবস্থায় পড়ে থাকতে দেখে সটকে পড়ে গিয়াস।
.
পুলিশ জানায়, মাঠের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৬টায় ৫০মিনিটে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ইসমত আরা রেশমা মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে তার বাম হাতের বগলের নিচে কুপানোর চিহ্ন রয়েছে।
.
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেমৃত অবস্থায় দেখতে পান। সে দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো বলে জানান শহিদুল। তার আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে। স্ত্রী বেঁচে আছেন। ঘটনার পর বিযাস উদ্দীন আতœগোপনে টলে যায়।
.
ওসি আফম আছাদুজ্জামান জানান, লাশের ময়না তদন্তে করা হয়েছে। হত্যায় জড়িত লতিফুল ইসলাম গিয়াসকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
প্রিন্ট