ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে?

 

দুর্গার বিভিন্ন বাহনে আগমন নানা শুভ ও অশুভ ইঙ্গিত বহন করে। পঞ্জিকা থেকেই জানা যায়, দেবীর আগমন কিসে হবে, কিসেই বা কৈলাসে ফিরবেন তিনি। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে সারা বছর কেমন কাটবে মর্ত্যলোকের।

 

হিন্দু শাস্ত্র মতে, সপ্তমীর দিন দেবীর আগমন হয় আর দশমীর দিন গমন। এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়ছে, তার ওপরে নির্ভর করে দেবীর কোন বাহনে আগমন এবং কোন বাহনে গমন। সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ অর্থাৎ হাতি; শনি বা মঙ্গলবার হলে বাহন ঘোটক অর্থাৎ ঘোড়া; বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা অর্থাৎ পালকি; আর দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। অপরদিকে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ; শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে; বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে; আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় গমন।

 

এ বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দেবীর আগমন হচ্ছে। তাই এ বছর দেবীর আগমনী বাহন দোলা বা পালকি। দশমী ১৩ অক্টোবর, রবিবার। অর্থাৎ এ বার দেবীর গমন হবে গজ বা হাতির পিঠে চড়ে।

 

 

হিন্দু শাস্ত্র মতে, দেবীর পালকিতে আগমন হলে সে বছর মর্ত্যে খরা, ভূমিকম্প, যুদ্ধ, মহামারির মতো দুর্যোগ দেখা দেয়। আবার দেবী ফিরবেন গজে, অর্থাৎ হাতিতে। এতে মর্ত্যলোক সুখ, শান্তি সমৃদ্ধিতে ভরে যায়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে?

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :

 

দুর্গার বিভিন্ন বাহনে আগমন নানা শুভ ও অশুভ ইঙ্গিত বহন করে। পঞ্জিকা থেকেই জানা যায়, দেবীর আগমন কিসে হবে, কিসেই বা কৈলাসে ফিরবেন তিনি। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে সারা বছর কেমন কাটবে মর্ত্যলোকের।

 

হিন্দু শাস্ত্র মতে, সপ্তমীর দিন দেবীর আগমন হয় আর দশমীর দিন গমন। এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়ছে, তার ওপরে নির্ভর করে দেবীর কোন বাহনে আগমন এবং কোন বাহনে গমন। সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ অর্থাৎ হাতি; শনি বা মঙ্গলবার হলে বাহন ঘোটক অর্থাৎ ঘোড়া; বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা অর্থাৎ পালকি; আর দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। অপরদিকে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ; শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে; বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে; আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় গমন।

 

এ বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দেবীর আগমন হচ্ছে। তাই এ বছর দেবীর আগমনী বাহন দোলা বা পালকি। দশমী ১৩ অক্টোবর, রবিবার। অর্থাৎ এ বার দেবীর গমন হবে গজ বা হাতির পিঠে চড়ে।

 

 

হিন্দু শাস্ত্র মতে, দেবীর পালকিতে আগমন হলে সে বছর মর্ত্যে খরা, ভূমিকম্প, যুদ্ধ, মহামারির মতো দুর্যোগ দেখা দেয়। আবার দেবী ফিরবেন গজে, অর্থাৎ হাতিতে। এতে মর্ত্যলোক সুখ, শান্তি সমৃদ্ধিতে ভরে যায়।


প্রিন্ট