কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে রোববার বেলা ১১টায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। তিনি উপস্থিত সকলকে স্বাগত জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সেনাবাহিনীর দৌলতপুরের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সোহানুর রহমান, এসিল্যান্ড মো. ফয়সাল আহাম্মেদ, এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হান্নান, সাংবাদিক মো. সাইফুল ইসলাম (শাহীন), আহাম্মেদ রাজু, দৌলতপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দুলাল দেবনাথ, সেক্রেটারি শ্রী বাবুল কুমার দাস এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অজিত কর্মকার, সেক্রেটারি শ্রী অমিত কুমার সরকার। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দৌলতপুরে সাতটি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানানো হয়।
প্রিন্ট