মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক কলোনী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার রাতে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেদায়ে মিল্লাত আল্লামা নুর হুছাইন কাছেমী (রঃ) এর ছাহেব জাদা মুফতী জাবের কাছেমী মুহাদ্দিস জামিয়া মাদানিয়া বারীধারা, ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জুবায়ের হুসাইন কাছেমী খতিব মসজিদে তানিয়ম, উত্তরা, ঢাকা।
হযরত মাওলানা হুছাইন আহমাদ পরিচালক- খেদমাতুল কোরয়ান মাদ্রাসা, তুরাগ, ঢাকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা আবুল হুছাইন শাইখুল হাদীস চরকমলাপুর মাদ্রাসা, ইমাম ও খতীব কলোনী জামে মসজিদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা এ এফ এম কাইয়ুম জঙ্গি, শেখ মোঃ মহসিন, মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সদস্য সচিব আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী ।
এ সময় এলাকাবাসী ও মুসল্লি বৃন্দ উক্ত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রিন্ট