মৌলভীবাজারের রাজনগর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান খান।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত রাজনগর উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, আওয়ামী নেতা,বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান খান ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য মোঃরওনক আহমদ অপু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩ ভোট।
এছাড়াও চেয়ারম্যান প্রার্থী আহমদ বিলাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৬৫ ভোট
মঙ্গলবার রাতে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে ফলাফল এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা। তিনি জানান, টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৭৮৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফোজি।
অন্যদিকে, ফুটবল প্রতীকে ৪২ হাজার ৭১১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুমি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও জানান, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টায় শুরু হয়ে বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রিন্ট