ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে তিন নারী ও এক পুরুষকে আটক Logo ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটিয়ায় গরু চুরি বৃদ্ধিতে আতঙ্ক, টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি Logo দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত Logo বর্তমান সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যাবেঃ -মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু Logo লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে ৭ই ডিসেম্বর কর্মশালা সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo তানোরে সার পচার, বিতরণে অনিয়ম, হট্টগোল ও মারপিট Logo ঝালকাঠির কাঠালিয়ায় কওমী মাদরাসা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের নৃত্য দল ভারতে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় আজিজুল ভান্ডারীর প্রতিদিনের ‘গরিবের ইফতার খানা’

কুষ্টিয়ার ভেড়ামারা বৃত্তিপাড়ায় মাজার শরীফের পাসে শাহ্ সুফী আজিজুল ভান্ডারীর দরবার শরীফে চলে প্রতিদিন প্রায় ২০০ জন অসহায় ও ছিন্নমূল রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন।

 

পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিন থেকেই শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারীর তার নিজ দরবার শরীফ এলাকায় মনোরম আম বাগানের ছাঁয়াতলে মাদুর বিছিয়ে রোজাদার মানুষদের জন্য এ ইফতারির আয়োজন নিয়মিত করে আসছেন তিনি ।

 

প্রথম দিনে ৫০ জন খেটে খাওয়া রোজাদার ব্যক্তির জন্য এ আয়োজন করা হলেও এখন তা বেড়ে ২০০ ছাড়িয়ে গেছে। এভাবে পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারী।

 

ইফতার করতে আসা রোজাদাররা রমজান আলী জানান, বাজারে ইফতারির যে দাম তাতে খেটে খাওয়া দিনমজুরের কপালে ভালো ইফতারি জোটার কথা নয়। তবে এই ইফতারখানা আসলে তারা মনভরে ইফতার করতে পারে।

 

অসহায় ও ছিন্নমূল  আতর আলী, কলম ভান্ডারী, নুরুজ্জামান ফকির জানান, বাকি রোজাগুলোতে যেনো এভাবেই ব্যবস্থা করা হয়। তাহলে আমাদের ইফতার নিয়া আর কোনো চিন্তা করতে হবে না।

 

আয়োজকরা জানান, প্রতিদিন খেটে খাওয়া দিনমজুর ও পথচারিদের জন্য ইফতারির আয়োজন করা হয় পানি, খেজুর, ছোলা বুট, পিয়াজু, আলুর চপ, জুস, কলা, জিলাপী, শসা ও মুড়িসহ মোট ১১টি আইটেমের ইফতারি দিয়ে।

দরবার শরীফের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত থেকে আগত পথচারী ও গরিব-অসহায় রোজাদার মানুষদের ইফতার খাওয়ান। এছাড়া রোজাদার ব্যক্তিদের জন্য অজুখানা ও নামাজের ব্যবস্থা করেন। যাতে রোজাদার লোকজন ইফতারি সেরে এই খানে মাগরিবের নামাজ আদায় করতে পারেন। ১ এপ্রিল সোমবার ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ডাঃ মোঃ রকিউর রহমান(রকিব), ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আঃআজিজসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিন্নমূল সদস্যদেও সাথে ইফতার করেন।

 

 

ইফতার মাহফিলে আত্র ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর পক্ষে ইফতারি কিনে খাওয়া সম্ভব নয়। তাই খেটে খাওয়া দিনমজুর ও পথচারি রোজাদার মানুষদের কথা ভেবে এলাকার শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারীর অসহায় ও ছিন্নমূল রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন করে তিনি আর্ত সামাজিক ভাবে ভুঁয়সী প্রশংসা লাভ করে চলেছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে তিন নারী ও এক পুরুষকে আটক

error: Content is protected !!

ভেড়ামারায় আজিজুল ভান্ডারীর প্রতিদিনের ‘গরিবের ইফতার খানা’

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়ার ভেড়ামারা বৃত্তিপাড়ায় মাজার শরীফের পাসে শাহ্ সুফী আজিজুল ভান্ডারীর দরবার শরীফে চলে প্রতিদিন প্রায় ২০০ জন অসহায় ও ছিন্নমূল রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন।

 

পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিন থেকেই শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারীর তার নিজ দরবার শরীফ এলাকায় মনোরম আম বাগানের ছাঁয়াতলে মাদুর বিছিয়ে রোজাদার মানুষদের জন্য এ ইফতারির আয়োজন নিয়মিত করে আসছেন তিনি ।

 

প্রথম দিনে ৫০ জন খেটে খাওয়া রোজাদার ব্যক্তির জন্য এ আয়োজন করা হলেও এখন তা বেড়ে ২০০ ছাড়িয়ে গেছে। এভাবে পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারী।

 

ইফতার করতে আসা রোজাদাররা রমজান আলী জানান, বাজারে ইফতারির যে দাম তাতে খেটে খাওয়া দিনমজুরের কপালে ভালো ইফতারি জোটার কথা নয়। তবে এই ইফতারখানা আসলে তারা মনভরে ইফতার করতে পারে।

 

অসহায় ও ছিন্নমূল  আতর আলী, কলম ভান্ডারী, নুরুজ্জামান ফকির জানান, বাকি রোজাগুলোতে যেনো এভাবেই ব্যবস্থা করা হয়। তাহলে আমাদের ইফতার নিয়া আর কোনো চিন্তা করতে হবে না।

 

আয়োজকরা জানান, প্রতিদিন খেটে খাওয়া দিনমজুর ও পথচারিদের জন্য ইফতারির আয়োজন করা হয় পানি, খেজুর, ছোলা বুট, পিয়াজু, আলুর চপ, জুস, কলা, জিলাপী, শসা ও মুড়িসহ মোট ১১টি আইটেমের ইফতারি দিয়ে।

দরবার শরীফের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত থেকে আগত পথচারী ও গরিব-অসহায় রোজাদার মানুষদের ইফতার খাওয়ান। এছাড়া রোজাদার ব্যক্তিদের জন্য অজুখানা ও নামাজের ব্যবস্থা করেন। যাতে রোজাদার লোকজন ইফতারি সেরে এই খানে মাগরিবের নামাজ আদায় করতে পারেন। ১ এপ্রিল সোমবার ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ডাঃ মোঃ রকিউর রহমান(রকিব), ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আঃআজিজসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিন্নমূল সদস্যদেও সাথে ইফতার করেন।

 

 

ইফতার মাহফিলে আত্র ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর পক্ষে ইফতারি কিনে খাওয়া সম্ভব নয়। তাই খেটে খাওয়া দিনমজুর ও পথচারি রোজাদার মানুষদের কথা ভেবে এলাকার শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারীর অসহায় ও ছিন্নমূল রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন করে তিনি আর্ত সামাজিক ভাবে ভুঁয়সী প্রশংসা লাভ করে চলেছেন।


প্রিন্ট