রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫৬) নামে এক বৃদ্ধ রাখালকে আটক করেছে যৌথবাহিনী। গত সোমবার রাতে কিশোরগঞ্জ থেকে আটকের পর মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
.
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কিশোরগঞ্জের একটি পরিবার রূপগঞ্জের ভূলতা ঠাকুরবাড়ির টেক এলাকায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
.
গত পহেলা এপ্রিল শিশুটির পিতা মাতা কাজে চলে গেলে পাশ্ববর্তী রহিমা মোজাফর ক্যাটেল ফার্ম এর রাখাল এবং জামালপুর সদর উপজেলার হবদেশ পুর এলাকার গোলাপ খলিফার ছেলে জয়নাল আবেদীন ফুসলিয়ে তাকে খামারের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়৷ এসময় শিশুটি চিৎকার শুরু করলে জয়নাল আবেদীন পালিয়ে কিশোরগঞ্জে তার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়।
.
পরে আইনশৃঙ্খলা বাহিনী প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট