আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ রবিন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার পিড়াশন গ্রামের রবিউল ইসলামের ছেলে।
.
মঙ্গলবার (১৫ এপ্রিল) সারে ১১টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার পিড়াশন গ্রামে এই ঘটনা ঘটে।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, পরিবার ও এলাকাবাসী সূত্রেমতে মৃত রবিন মানসিক ভারসাম্যহীন ছিলো। সে বেলা সারে ১১টার দিকে সবার আগোচরে নিজ ঘরের শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার স্ত্রী মোসাঃ নাজিফা বেগম ঘরে ডুকে দেখে তার স্বামী সিলিং ফ্যানের সাথে ঝুলছিল। .
.
পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট