বোরহান আনিসঃ
চলতি এসএসসি পরীক্ষায় ফরিদপুরের নগরকান্দায় ২৪ জন শিক্ষার্থকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট ৬ টি বিদ্যালয়ের ৪ শত ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে । পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন ও কোদালিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
.
কেন্দ্র সচিব আত্তাপ হোসেন বলেন, ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
.
উল্লেখ্য উপজেলায় ৪টি মূল কেন্দ্র ও ৪টি ভেনু কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রিন্ট