দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির ঘোষণা অনুযায়ী বাজার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও অধিক মুনাফা লোভীদের বিরুদ্ধে লিপলেট বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কম: মজিবুর রহমান, জেলা কমিটির সভাপতি কম: ফজলুল হক বুলবুল, জেলা যুব মৈত্রী সভাপতি প্রভাসক লুৎফুল হক পাপ্পানা, দৌলতপুর উপজেলা সাধারণ সম্পাদক, হালিমুজ্জামান, উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদ উজ্জ্বল হোসেন, ছাত্র মৈত্রী নেতৃবৃন্দ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করেন।