টানা সপ্তম বারের মত প্যারিসে কমিউনিটির সকল বিবেদ ভুলে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে উদযাপিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের বাঁধ ভাঙ্গা উচ্ছাস নিয়ে রিপাবলিকে একুশের সাজে জড়ো হন প্রবাসীরা।বৃষ্টি উপেক্ষা করে প্রবাসীরা জড়ো হন রিপাবলিকে।
দিনটি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ৱ্যালি, ও বইমেলার আয়োজন করা হয়।প্যারিসের মানবাধিকার চত্ত্বর খ্যাত রিপাবলিকে বাংলাদেশী প্রবাসীদের পাশাপাশি উপস্থিত হন ফরাসিরাও।
স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ও টেলিভিশন রিপোর্টাস ইউনিটি ইউরোপের সার্বিক সহযোগিতায় শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতারা।
এসময় কমিউনিটির সকল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্মিলিত একুশ উদযাপন পরিষদের আহবায়ক সুনাম উদ্দিন খালিক, সদস্য সচিব মোতালেব খান, যুগ্ম সচিব অজয় দাস, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।
এসময় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে আসেন ফ্রান্স আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুবলীগ, ছাত্রলীগ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, বরিশাল বিভাগীয় কমিউনিটি , বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি, হোমনা থানা সমিতি, কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন, মহামায়া পুজা পরিষদ, সুর্যালোক, ফ্রান্স বাংলা নিউজ, বুহত্তর দাউদকান্দি এসোসিয়েশন সহ কমিউনিটির বিভিন্ন সংগঠন।
গান পরিবেশন করেন পুষ্প দাস, সুমা দাস, নিশিতা বড়ুয়া, বরন বড়ুয়াসহ আরো অনেকে।
প্রিন্ট