স্পেনের বার্সেলোনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধারেখে প্লাসা পেদ্রোর শহীদ চত্বরে অস্থায়ী শহীদ বেদীতে বিভিন্ন সংগঠনের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।
সাংবাদিক নুরুল ওয়াহীদ, শফিক খান ও লোকমান হোসেন যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাস স্পেনের পক্ষে হেড অফ চেন্সরি ও মিনিস্টার আব্দুর রউফ মন্ডল।
বিশেষ অতিথি বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, মারিয়া দান্তে, সাবেক সিনেটর রবার্তো মাসিও, সমাজকর্মী কামরুল মোহাম্মদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতীক নেতৃবৃন্দ।
পরে পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পস্তপক অর্পণ করেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল, সাধারণ সাধারণ সম্পাদক মিরন নাজমুল, উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়া, বিজনেস এসোসিয়েশন কাতালুনিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ কাতালোনীয়া, বার্সেলোনা ও সান্তা কলোমার পক্ষে খুরশীদ আলম বাদল, মোশারফ বেপারী, শাহ আলম স্বাধীন, সাংবাদিক মহিউদ্দিন হারুন, মোখলেছুর রহমান নাসিম, একে আজাদ মোস্তফা সহ অন্যন্যরা, কাতালেনীয়া বি এন পির পক্ষে শফিকুর রহমান শফি, হারুনের রশিদ সহ অন্যান্যরা, বিয়ানী বাজার জনকল্যান সমিতির পক্ষে লুৎফর রহমান সুমন, ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে আনোয়ার হোসেন ও জাকির হোসেন, বাংলাদেশ সংগঠন বার্সেলোনা, বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি, বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশনভঁয়েজ অব বার্সেলোনা, ক্রিকেট ক্লাব, মহিলা সমিতি বার্সেলেনা, বন্ধু সুলভ মহিলা সংগঠন থেকে শিউলী বেগম, খাদিজা আক্তার মনিকা সহ অন্যন্যরা, বার্সেলোনা বাংলা স্কুল, শরীয়তপুর জেলা সংগঠন স্পেন, কমুনিদাদ দে বাংলাদেশ সান্তাকলোমা, বিজনেস এসোসিয়েশন, বাংলাদেশ কুলতুরাল ইয়ং ফেডারেশন, ইউ কে সুপার মার্কেট, কাতালোনীয়া যুবলীগ, জাতীয় তাবাদী যুবদল, মাদারীপুর জেলা সমিতি, সাংবাদিক ব্যক্তিবর্গ সহ আয়োন্তামেন্ত দে বার্সেলোনা ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
- আরও পড়ুনঃ উপজেলা নির্বাচনে এগিয়ে জাহাঙ্গীর আলম
পুষ্পস্তবক পর্ব শেষে শিশুদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ইভেন্ট এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে রাজু, দীবা ও অন্যন্য শিল্পীদের দেশের গান পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান ।
প্রিন্ট