ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি মোল্লা জসিমউদ্দিন সাংবাদিকতায় ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মাননায় ভূষিত

কলকাতা অফিসঃ

 

‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) আম্বেদকার কালচারাল কলেজের তরফে এ সম্মাননা প্রদান করা হয়।

.

ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস সারা দেশজুড়ে পালিত হয় সোমবার (১৪ এপ্রিল)। একই দিনে কলকাতার রাজ্য যুব কেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলঘরে মহাসমারোহে পালিত হয় আম্বেদকারের জন্মদিন। সারা রাজ্যে শতাধিক গুণীজনদের সমাগম ঘটে এই সভাগৃহে । ‘আম্বেদকার কালচারাল কলেজে’র তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয়। এর মধ্যে ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন।

.

জসিমউদ্দিন বর্তমানে রাজ্যের বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকার ‘হাইকোর্ট সংবাদদাতা’ হিসাবে কাজ করছেন। এছাড়া তিনি বিগত ৫ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে ‘বেঞ্চ মেম্বার’ হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। সর্বোপরি কলকাতা হাইকোর্টের ‘নন অ্যাডভোকেট মিডিয়েটর’ হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। জসিমের পিতা প্রয়াত মহম্মদ নুরুল হোদা মোল্লা বিগত ১৯৮৩ সালের জুডিশিয়াল পরীক্ষায় রাজ্যের টপারদের মধ্যে অন্যতম ছিলেন।

.

সংবর্ধনা পেয়ে মোল্লা জসিমউদ্দিন জানান -“যেকোন পুরস্কার কাজের গতিকে আরও বিকশিত করে থাকে। দায়িত্ব বাড়িয়ে দেয়।” উদ্যোক্তা সংগঠনের কর্ণধার দিলীপ বিশ্বাস জানান-” সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উৎসাহিত করাটা আমাদের অন্যতম কর্তব্য”। অনুষ্ঠানে ডক্টর নির্মল মাঝী, পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার, প্রাক্তন জনসংযোগ আধিকারিক শ্রী সমীর গোস্বামী, বাচিক শিল্পী সোনালি কাজি, পরিবেশ প্রেমি পুলিশ অফিসার সমরেন্দু চক্রবর্তী, কবি সেখ আব্দুল জব্বার, স্বপন দত্ত বাউল প্রমুখ উপস্থিত ছিলেন।

.

প্রসঙ্গত মোল্লা জসিমউদ্দিন দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ সম্মাননা প্রাপ্তিতে ‘সময়ের প্রত্যাশা’ পরিবার গর্বিত। এক শুভেচ্ছা বার্তায় সময়ের ‘সময়ের প্রত্যাশা’ সম্পাদক এ. এস. এম মুরসিদ মোল্লা জসিমউদ্দিনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি মোল্লা জসিমউদ্দিন সাংবাদিকতায় ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মাননায় ভূষিত

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
কলকাতা অফিস (ইন্ডিয়া) :

কলকাতা অফিসঃ

 

‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) আম্বেদকার কালচারাল কলেজের তরফে এ সম্মাননা প্রদান করা হয়।

.

ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস সারা দেশজুড়ে পালিত হয় সোমবার (১৪ এপ্রিল)। একই দিনে কলকাতার রাজ্য যুব কেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলঘরে মহাসমারোহে পালিত হয় আম্বেদকারের জন্মদিন। সারা রাজ্যে শতাধিক গুণীজনদের সমাগম ঘটে এই সভাগৃহে । ‘আম্বেদকার কালচারাল কলেজে’র তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয়। এর মধ্যে ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন।

.

জসিমউদ্দিন বর্তমানে রাজ্যের বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকার ‘হাইকোর্ট সংবাদদাতা’ হিসাবে কাজ করছেন। এছাড়া তিনি বিগত ৫ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে ‘বেঞ্চ মেম্বার’ হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। সর্বোপরি কলকাতা হাইকোর্টের ‘নন অ্যাডভোকেট মিডিয়েটর’ হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। জসিমের পিতা প্রয়াত মহম্মদ নুরুল হোদা মোল্লা বিগত ১৯৮৩ সালের জুডিশিয়াল পরীক্ষায় রাজ্যের টপারদের মধ্যে অন্যতম ছিলেন।

.

সংবর্ধনা পেয়ে মোল্লা জসিমউদ্দিন জানান -“যেকোন পুরস্কার কাজের গতিকে আরও বিকশিত করে থাকে। দায়িত্ব বাড়িয়ে দেয়।” উদ্যোক্তা সংগঠনের কর্ণধার দিলীপ বিশ্বাস জানান-” সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উৎসাহিত করাটা আমাদের অন্যতম কর্তব্য”। অনুষ্ঠানে ডক্টর নির্মল মাঝী, পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার, প্রাক্তন জনসংযোগ আধিকারিক শ্রী সমীর গোস্বামী, বাচিক শিল্পী সোনালি কাজি, পরিবেশ প্রেমি পুলিশ অফিসার সমরেন্দু চক্রবর্তী, কবি সেখ আব্দুল জব্বার, স্বপন দত্ত বাউল প্রমুখ উপস্থিত ছিলেন।

.

প্রসঙ্গত মোল্লা জসিমউদ্দিন দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ সম্মাননা প্রাপ্তিতে ‘সময়ের প্রত্যাশা’ পরিবার গর্বিত। এক শুভেচ্ছা বার্তায় সময়ের ‘সময়ের প্রত্যাশা’ সম্পাদক এ. এস. এম মুরসিদ মোল্লা জসিমউদ্দিনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন।


প্রিন্ট