ওবায়দুল হক মানিকঃ
বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবির ইন্টার কন্টিনেন্টাল হোটেল বলরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে আবুধাবীতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩৪টি দেশের ৩৪ জন কূটনৈতিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
.
দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মহামান্য এস্টেট মিনিস্টার আহমেদ বিন আলী আল সাইদ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতাদের প্রশংসা করেন।
.
রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানগুলো তুলে ধরেন। দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমামের পরিচালনায় এ অনুষ্ঠানে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত,পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপালসহ প্রায় ৩৪টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
.
এসময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলসহ, বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের উর্ধ্বত্বন কর্মকর্তা ও তাদের পরিবার, বিমান, জনতা ব্যাংকের কর্মকর্তাগণ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট