‘এসো মিলি সম্প্রীতির বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী শনিবার বাধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোদাগাড়ী সাফিনা পার্কে ইউপি আওয়ামী লীগের মিলন মেলা-২০২৪ আয়োজন করা হয়।
এদিন মিলন মেলায় উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম, কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।
- আরও পড়ুনঃ সাংবাদিক লায়েকুজ্জামানের ইন্তেকাল
মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট