রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব পাড়ার যৌনকর্মী ও প্রতিবন্ধীদের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
১ লা ফেব্রুয়ারী সকাল ১১ঘটিকায় দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়। পরে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুর্বনা রানা সাহা, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস- চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল প্রমুখ।
প্রিন্ট