আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের কর্মী সমর্থকরা ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে ব্যস্ত সময় অতিক্রম করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণার লড়াই যেন প্রখর হতে শুরু করেছে। নির্বাচনী মাঠে প্রচারে এগিয়ে ও ভোটারদের গণজোয়ার সৃষ্টি করার লক্ষে মাঠে তৎপর হয়ে উঠেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনসহ তাঁর অনুসারীরা।
মঙ্গলবার রাতে উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামে আরিফুর রহমান দোলনের পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চতুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: লিটন মৃধা।
তিনি ঈগল প্রতীকে ভোট চেয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ভাই অত্যন্ত ভালো লোক। জনপ্রতিনিধি না হয়েও তিনি সবসময় মানুষের পাশে রয়েছেন। এ এলাকার মানুষের কল্যাণে দুই দশক ধরে নিরন্তর কাজ করে আসছেন। তিনি এমপি নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করবেন তিনি। তাই আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের স্বার্থ রক্ষায় ঈগল প্রতীকে ভোট দিয়ে আরিফুর রহমান দোলনকে এমপি করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। তিনি বলেন, আমি উপজেলার মধ্যে একমাত্র নৌকা প্রতীকের বিজয়ী ইউপি চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ নির্বাচনে যেকোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ রয়েছে। তাই আমি একজন ভালো পরোপকারী মানুষকে বেছে নিয়েছি। আরিফুর দোলন এমন একজন মানুষ, যিনি মানুষকে সম্মান দিতে জানেন। ভালোবাসতে জানেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকেন। নিজেদের মর্যাদা রক্ষার্থে ৭ জানুয়ারির নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে দোলনকে বিজয়ী করতে হবে।
- আরও পড়ুনঃ বোয়ালখালীর চরনদ্বীপে বই উৎসব অনুষ্ঠিত
এছাড়া কৃষক লীগ নেতা আমীর চারু বাবলু উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি গ্রামে হিন্দুদের ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠানে ও শেখর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী দোলনের পক্ষে ঈগল প্রতীকে ভোট চান।
প্রিন্ট