ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে দেড় কোটি টাকার অধিক রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৪ লক্ষ টাকা বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলায় ২৭ টি হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে (বাংলা ১৪২৮ বঙ্গাব্দে) ১ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৭৬৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে এ বছর নতুন করে ৫টি হাটকে রাজস্বের আওতায় করা হয়েছে।
গত বছর ২২ টি হাটবাজার ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ২৮ লক্ষ ৩৭ হাজার ৬৩২ টাকা। আর রাজস্ব আদায় বেড়েছে ৩৪ লক্ষ ৩ হাজার টাকা। যা শতকরা হিসেবে ২৬ শতাংশ বেশি।
নতুন ইজারাভুক্ত হাটগুলোর মধ্যে ঠাকুরপুর, চরবর্ণি, বাবুরবাজার ইজারাদারদের নিকট হস্তান্তর করা হলেও তেলজুড়ি নতুন বাজার ও লংকারচর হাট সরকারি ভাবে রাজস্ব আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিভিন্ন হাটবাজারের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বিধি মোতাবেক নিয়মের মধ্যে থেকে স্বচ্ছতার মাধ্যমে রাজস্ব আদায় করা হচ্ছে। এ কারণে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।
প্রিন্ট