মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস এর শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে দশটায়
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক তাজউদ্দিন তাজ এর সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী চার দফা দাবী আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তারা।
এছাড়া আজকের দিন দিয়ে ষাট দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালা দিয়ে ম্যাটসের সম্মুখ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
উক্ত অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাফি, মো: সজিব শেখ, সিয়াম, মীম, হযরত আলী প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এবং তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীতে কঠোর কর্মসূচির নেওয়া হবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন।
প্রিন্ট