মো: হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বুড়িরচর হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় হলরুমে এই শীতবন্ত্র বিতরণ করেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামারুল ইসলাম, দানা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো: কামাল উদ্দিন, পশ্চিম গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরের রহিম, দক্ষিন পশ্চিম গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা হাজী হেদায়েত হোসেনের অর্থায়নে শতাধিক অসহায় নিন্ম আয়ের শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুল ইসলাম জানান, বিদ্যালয়টি হাতিয়ার প্রত্যান্ত অঞ্চলে অবস্থিত। এখানকার অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। এজন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রিন্ট