আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনে রাতে গণসংযোগ ও পথসভা করছেন। গ্রাম শহরে এসব কর্মসূচিতে ভোটার উপস্থিতির হার বাড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিপুল ভোটে নৌকা জয়যুক্ত করে রাজবাড়ী-২ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার গুরুত্বারোপ করা হয়।
হাবাসপুর ইউপিঃ হাবাসপুর ইউপির চরঝিকড়ী খান পাড়ায় ২৬ ডিসেম্বর বিকালে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মিজানুর রহমান বারেকের সভাপতিত্বে পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মন্ডল, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিন বিশ্বাস, হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার সাইফুদ্দিন মন্ডল (শাহাবুদ্দিন), আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন খান, গোলাম মোস্তফা আবু, মতিন খান, আলী রেজা, মনিরুল ইসলাম ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক নিফাজ মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। আগের দিন ২৫ ডিসেম্বর বিকালে চরঝিকড়ী প্রামানিক পাড়ায় পথসভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফটিক, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মন্ডল, হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার সাইফুদ্দিন মন্ডল (শাহাবুদ্দিন), স্থানীয় আওয়ামী লীগ নেতা জিলাল প্রামানিক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মিজানুর রহমান বারেক ও যুগ্ম আহবায়ক নিফাজ মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। পথসভায় ইব্রাহিম প্রামানিক, শাহরিয়ার মোরশেদ স্বননসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলিমহর ইউপিঃ কলিমহর ইউপির বসাকুষ্টিয়া বাজারে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যারাতে ৭নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইদুর রহমান সায়েলের সভাপতিত্বে পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাস, কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন (বকুল বিশ্বাস), সেকেন আলী মোল্লা, ফিরোজ মন্ডল, সাইফুল ইসলাম, কলিমহর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ শেখ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মোন্তাজ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলিমহর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আলী মিয়া ও মতিয়ার রহমান বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কসবামাজাইল ইউপিঃ কসবামাজাইল ইউপির কুঠি মালিয়াট গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলু শিকদারের বাড়ী সংলগ্ন মাঠে (শিকদার পাড়ায়) গত ২৫ ডিসেম্বর রাতে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারের উপস্থাপনায় পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লাবলু বিশ্বাস, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা আমোদ আলী বিশ্বাস, হারেজ মোল্লা, তোফাজ্জেল মোল্লা, ছাত্রলীগ নেতা সুমন মোল্লা ও পলাশ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, সামাদ মোল্লা, কুনে মন্ডল, গোবিন্দ সরকার, বিপুল শিকদার, জাহাঙ্গীর মন্ডল, হবিবর বিশ্বাস ও শিমুল মন্ডলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট