মো: হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড চালুসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট হাতিয়া উপজেলা শাখা।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হাতিয়া প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, বিক্রয় প্রতিনিধি জোটের হাতিয়া উপজেলা শাখার সভাপতি মো: হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ, সহ সভাপতি আরিফুল ইসলাম, আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো: শাহেদ উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের হাতিয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশ সর্ববৃহৎ অরাজনৈতিক বাস্তবমুখী জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রণালয় থেকে ট্রেড ইউনিয়ন নিশ্চিতকরণ এবং ৮ দফা দাবির আলোকে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি জাতীয় পলিসি বা নীতিমালা বাস্তবায়নের দাবিতে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।
তারা আরো জানান, দেশে প্রায় ২৮ লাখেরও অধিক বিক্রয় প্রতিনিধি রয়েছেন। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। আমরা স্বল্প বেতনে চাকরি করতে হয়। আমাদের পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট করতে হয়। আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
১. মূল বেতন ২০ হাজার ৫০০ টাকা,
২. বাড়ি ভাড়া ৫ হাজার টাকা,
৩. চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা,
৪. দুপুরে খাবার বাবদ ৪ হাজার ৫০০ টাকা এবং টিএ মার্কেট অনুযায়ী দিতে হবে,
৫. সব বিক্রয় প্রতিনিধির চাকরি স্থায়ী করা,
৬. কাউকে চাকরিচ্যুত করলে তিন মাসের বেতন দেওয়া,
৭. প্রভিডেন্ট ফান্ড চালু,
৮. কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারকে নগদ ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান,
৯. প্রতি ঈদে বেতনের সমপরিমাণ ঈদ বোনাস নিশ্চিত,
১০. সরকারি সব ছুটিতে বিক্রয় প্রতিনিধিদেরও ছুটি (শনিবার ব্যতীত) দেওয়া এবং
১১. প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানো।
প্রিন্ট