প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বৃটিশ বিরোধী আন্দোলনের আপোষহীন সূর্য সৈনিক মাষ্টারদা সূর্য সেনের সহযোদ্ধা শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মরণে পটিয়ার শীর্ষস্থানীয় সংগঠন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের আয়োজনে সংগঠনের নিজস্ব মাঠে আজ ১৭ জানুয়ারি ’’শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’’ ২৫ ইনিংসের শুভ উদ্বোধন হয়েছে।
তরুণ ব্যাংকার ও সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করছে।
দলগুলো হলো টাইটান্স, চ্যালেঞ্জার্স, ফাইটার্স ও দুরন্ত একাদশ। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টাইটান্স ও ফাইটার্স একাদশ।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তরুণ সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তী, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী রণণ, ক্রীড়া সম্পাদক নয়ন সেন, সম্পাদক মন্ডলীর সদস্য রাহুল মহাজন, রবিন চন্দ, রকি চৌধুরী, অর্পন দে, পঙ্কজ পাল, রাহুল চৌধুরী প্রমুখ।
প্রিন্ট