মোঃ নূর-ই-আলম (কাজী নূর)ঃ
যশোরের কেশবপুর উপজেলার সমাজসেবক সবার প্রিয় মুখ ও মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক নূরুল ইসলাম খোকনের সহধর্মিণী বদরুন্নাহার রেশমা (৫৬) মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বদরুন্নাহার রেশমা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ডা. সামসুজ্জামানের ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বিলিং সহকারী পদ থেকে অবসর গ্রহণ করে বাড়িতে বসবাস করছিলেন।
বদরুন্নাহার রেশমা ছিলেন একজন সমাজসেবী এবং অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা ও মানবসেবায় নিয়োজিত ছিলেন। মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়াতেন। মৃত্যুকালে স্বামী, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
দীর্ঘদিন কেশবপুর শহরে ভাড়া বাড়িতে বসবাস করলেও গত দুই বছর ধরে তিনি নিজ গ্রাম মজিদপুরে এসে বসবাস করছিলেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় মজিদপুর ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রিন্ট