তাহসিনুল আলম সৌরভঃ
চাটখিলে কাতার প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে জাকির হোসেন (৪০) নামের একজনের বিরুদ্ধে।
যানা যায়, বুধবার (০৯ জুলাই) দুপুরে কাতার প্রবাসী চাটখিল উপজেলার খালিশপাড়া ০৩ নং ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের আলী সদ্দার বাড়ির নুর নবীর ছেলে আলমগীর হোসেন (২৭) এর কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন একই বাড়ির জাকির হোসেন। চাঁদা দিতে অস্বীকার করায় আলমগীর হোসেন এর উপর হামলা করে জাকির হোসেন।
এক পর্যায়ে বাধ্য হয়ে ২০ হাজার টাকা দেয়, বাকি ৮০ হাজার টাকার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে জাকির হোসেন। এ ছাড়া খালিশ পাড়া সাত্তার বাড়ির প্রবাসী জিলানী থেকেও ১,৫০,০০০ টাকা চাঁদা দাবি করে ও হত্যার হুমকি দেই পরে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধান করে। ভুক্তভোগী প্রবাসী আলমগীর চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাকে হত্যার হুমকি দেয় জাকির ও তার লোকজন। এতে প্রবাসী আলমগীর ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে।
এই ঘটনায় নিজের প্রাণনাশের হুমকি পাওয়ায় ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী আলমগীর। এই জাকির হোসেন প্রায় তিন মাস আগে তার আপন ছোট ভাইয়ের কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে চাটখিল থানায় আটক হলে মুছলেখা দিয়ে বের হয়।
২০০৪ সালে ওয়ারেন্ট ভুক্ত, ডাকাতি ও অস্ত্র মামলাই দীর্ঘদিন কারাভোগ করে এই জাকির হোসেন। এখন আবার নতুন করে কিশোর গ্যাং তৈরি করতেছে। সে স্থানীয় যুবদল ও বিএনপির দোহাই দিয়ে নানা অপকর্মে লিপ্ত স্থানীয় যুবদল ও বিএনপির লিডারদের সাথে কথা বলতে জানতে পারছি উনারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেনা উনারাও চাচ্ছে প্রশাসন যেন তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত জাকিরকে আইনের আওতায় এনে বিচারের দাবি এলাকাবাসীর।
প্রিন্ট