১৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) ফরিদপুরের সদরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সাথে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ও সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির এ সত্তার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন ইউ,পি চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফফার, সাংবাদিক মোঃ সাব্বির হাসান, সাইদুর রহমান লাবলু, শিমুল তালুকদার, শাহজাহান বাকি মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
- আরও পড়ুনঃ আত্রাই হানাদার মুক্ত দিবস আজ
আরো বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউ,পি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিগন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী বলেন, আমি সদরপুরে এসেছি উপজেলা বাসীর সেবা করার জন্য। আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে বলবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের সর্ব্বোচ্চ চেষ্ট্রা করবো। এজন্য উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রিন্ট