রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের পাঙ্গাস মাছ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে চকরাজাপুর পদ্মা নদীতে মাছটি পেয়েছেন জেলে কহিনুর সেখ। কহিনুর সেখ উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালী চরের আম বাগান এলাকার গ্রামের রশিদ শেখের ছেলে।
মঙ্গলবার(০৭-১১-২০২৩) দুপুরের দিকে তার জালে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় করম আলী ব্যাপারির কাছে মাছটি ১১ হাজার টাকায় বিক্রি করেছেন। মাছটি ঢাকায় বিক্রির জন্য কিনেছেন বলে জানান ক্রেতা করম আলী ব্যাপারি ।
সেখানকার জেলে সমিতির সাধারন সম্পাদক ওয়ালিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পদ্মায় ইলিশের তেমন দেখা মেলেনি। পাঙ্গাস মাছটি পেয়ে খুশি জেলেরা দামও ভালো পেয়েছেন।
প্রিন্ট