পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র (রেজি: নং ০৬/২০২২) কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী বার্তার সম্পাদক, সিনিয়র সাংবাদিক হাসান হাফিজুর রহমান বাদল।
এ সময় বক্তব্য রাখেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, নারী সাংবাদিক ফারজানা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ ও বাংলা পোর্টল প্রতিনিধি শেখ মোঃ নুরুল হুদা বাবুকে সভাপতি, দৈনিক মানবকন্ঠের কাউখালী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি মেহেদী হাসান নয়ন কে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে কাজ করতে সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান।
প্রিন্ট