আলোর মতো ব্যাপ্ত অন্তরাত্না নিয়ে
জন্মেছিলে তুমি।
তোমার অবিস্মরণীয় সংগ্রাম ও কল্যাণ বৃতে,
আশার স্পন্দন জেগে ছিল এই বাংলায়-
বাঙালি বহু যুগের দুঃখ-লাঞ্ছনা, পরাধীনতা থেকে
পেয়ে ছিল মুক্তি;
স্বাধীন বাংলাদেশের
আজিকার ইতিহাস
নতুন সময় তীরে সার্বভৌম সত্যের মতন
লিখে দিয়ে চলে গেছ।
অমরন ও তুমি-
কোনো অন্তহীন অমেয় সময় ছিল না
তোমার হাতে,
তবু
মানুষের মনেদীপ্ত হয়ে আছো,
থাকবে চিরকাল।
প্রিন্ট