ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কবিতাঃ অসীম নিয়ামত

অসীম নিয়ামত

কবি- মীর মোঃ আলী আকবর

 

কত নিয়ামত দিলে প্রভু,

শুকুর আদায় করিনা কভু।

পানি দিলে, বায়ু দিলে,

যার তুলনা কোথাও না মিলে।

অভাব হলে বুঝি তখন,

তোমার নাম হয় স্মরণ।

আছে যত কাফের বেঈমান,

তাদেরও তুমি কর দান।

তোমার দানে পৃথিবী আছে,

সৃষ্টি কর না তুমি বিনা কাজে।

দয়া করেছ তুমি হে রহমান,

বানিয়াছো তুমি মুসলমান।

কৃতজ্ঞতা জানাই প্রভু তোমায়,

বেঁচে আছি যতদিন এই দুনিয়ায়।

ভুল যদি করি বার বার,

ক্ষমা করিও তুমি তোমার নাম গাফফার।

পরীক্ষা নিলে ধৈর্য দিও,

আর ঈমানী শক্তি দিও।

ভুলি না যেন কখনো তোমায়,

জীবিত থাকতে এই দুনিয়ায়।

কত শত করেছি ভুল,

তুমি তা করিও নির্মূল।

কবরে হাশরে মিজানে,

রক্ষা করিও তুমি এই বান্দাদেরকে।

[কবি: মীর মোঃ আলী আকবর। সাবেক রেলওয়ে কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে। মোবাইল: 01716402264 ]


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কবিতাঃ অসীম নিয়ামত

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

অসীম নিয়ামত

কবি- মীর মোঃ আলী আকবর

 

কত নিয়ামত দিলে প্রভু,

শুকুর আদায় করিনা কভু।

পানি দিলে, বায়ু দিলে,

যার তুলনা কোথাও না মিলে।

অভাব হলে বুঝি তখন,

তোমার নাম হয় স্মরণ।

আছে যত কাফের বেঈমান,

তাদেরও তুমি কর দান।

তোমার দানে পৃথিবী আছে,

সৃষ্টি কর না তুমি বিনা কাজে।

দয়া করেছ তুমি হে রহমান,

বানিয়াছো তুমি মুসলমান।

কৃতজ্ঞতা জানাই প্রভু তোমায়,

বেঁচে আছি যতদিন এই দুনিয়ায়।

ভুল যদি করি বার বার,

ক্ষমা করিও তুমি তোমার নাম গাফফার।

পরীক্ষা নিলে ধৈর্য দিও,

আর ঈমানী শক্তি দিও।

ভুলি না যেন কখনো তোমায়,

জীবিত থাকতে এই দুনিয়ায়।

কত শত করেছি ভুল,

তুমি তা করিও নির্মূল।

কবরে হাশরে মিজানে,

রক্ষা করিও তুমি এই বান্দাদেরকে।

[কবি: মীর মোঃ আলী আকবর। সাবেক রেলওয়ে কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে। মোবাইল: 01716402264 ]


প্রিন্ট