কবিতাঃ আমাদের মাহে রমজান
কবি- আল আমিন মোল্লা
হে মুসলমান, এসেছে মাহে রমজান
সকলে করো তারে সম্মান।
মাহে রমজানকে করো শ্রদ্ধা,
পালন করো খুশি মনে সবগুলো রোজা
হও খাহেশে নাফসানীর বিরুদ্ধে যোদ্ধা।
মাহে রমজানের ফজিলত জানি সবজনে,
তবুও নানা অযুহাত দেই অকারণে।
রোজা আমার জন্য, এর প্রতিদান আমিই দিবো;
বলেন স্বয়ং আল্লাহ মাবুদ।
তবু কেন রোজা নিয়ে এত উদাসীনতা,
তবে কি মোরা নির্বোধ?
অনেককেই দেখেছি, রোজা ছেড়ে দিয়ে-
খেয়ে-দেয়ে ঘুরে বেড়ায়,
পারেনা ক্ষুধার কষ্ট সহ্য করতে
সে কী ভাবেনা যে, একদিন তাকেও হবে মরতে।
কেউ বলে পেট ব্যাথা,গ্যাসের সমস্যা
তোমার কী পরকালের শাস্তির স্মরণ হয়না,
তবে অপেক্ষমাণ সর্বনাশা?
অতিক্রান্ত হয়েছে অনেক বছর,
এইবার মাফ চেয়ে, রোজা পালন করো।
আল্লাহ তাআলা সবাইকে করবেন মাফ,
তিনি মহাত্মা; সবার চেয়ে বড়।
রোজা নিয়ে নয়, আর কোনো অযুহাত।
ফিরে এসো রবের দরবারে,পেতে সত্যের সওগাত।
রোজাদারের মুখের গন্ধ মেশকের চেয়েও প্রিয়,
সে কথা মনে করে, সব রোজা রাখিও।
রাইয়্যান নামক জান্নাতের দরজা থাকবে খোলা-
যা দিয়ে প্রবেশ করবে শুধু রোজাদাররা,
তাঁদের দিলে থাকবে সীমাহীন শান্তির দোলা।
রোজ কিয়ামতে মহামহিয়ান দিবেন সম্মান,
তাইতো রাখব সবগুলো রোজা, হতে সুখ-স্বর্গের মেহমান।
[কবি: আল আমিন মোল্লা। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোবাইল : +880 1726-614501]
প্রিন্ট