কাজী সাব্বির হোসেন শিমুঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বৃহস্পতিবার ( ৬ মার্চ) রাতে বাহাদুরপুর ইউপির বিল গজারিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ মো. শফিক শেখ (৩৯) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ধৃত শফিক শেখ বিল গজারিয়া গ্রামের মৃত আলিমুদ্দি শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. রুবেল শেখসহ সঙ্গীয় পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিল গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে শফিকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ শফিককে গ্রেফতার করে।
এ ব্যাপারে এসআই মো. রুবেল শেখ বাদী হয়ে শফিকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ৩শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা শফিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, শফিক একজন মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে ৩শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রিন্ট