সাহিদা পারভীনঃ
শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সহ সভাপতি ওবাইদুল কবির কুন্নু, সাধারণ সম্পাদক এ্যাডঃ রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহান উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনজুর হোসেন মনজু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন প্রমূখ বক্তব্য রাখেন।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ফ্যাসিষ্ট সরকারের আমলে মদাপুরে সবচেয়ে সেরা ফ্যাসিষ্ট বাস করতো। তার রক্তচক্ষু উপেক্ষা করে মদাপুরের মানুষ বিএনপি করেছে।এখন সেই ফ্যাসিষ্ট পালিয়ে গেলেও তার সহযোগীরা ঘাপটি মেরে আছে।এরা দেশে অশান্তি সৃষ্টি করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
প্রিন্ট