সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট
ঢাকায় অমর একুশে বইমেলা ২০২৫ এর সমাপনী দিনে দীপ্ত প্রকাশনীর ৪টি বইয়ের উন্মোচন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং শুক্রবার সকাল ১১:৩০ সহরওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বাংলা বিভাগের প্রধান ড. রিটা আশরাফ। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীপ্ত প্রকাশনীর প্রকাশক রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে ৪ জন লেখককে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যথাক্রমে – তানজিয়া সিদ্দিকা, ফজিলাতুন নেছা, শাহিন রেজা লিখন, তাসনিম রুসা।
সমাপনীর বক্তব্যে দীপ্ত প্রকাশনীর প্রকাশক রিয়াজুল ইসলাম বলেন “নতুন লেখকদের সুযোগ ও উৎসাহ দেওয়ার মাধ্যমে বাংলাদেশে কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, হেলাল হাফিজের মত দেশ বরেণ্য লেখক তৈরি হবে”।
প্রিন্ট