মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
উইলিয়াম শেক্সপিয়র, জন কিটস, ভার্জিলসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় কবি সাহিত্যিক রয়েছেন। কিন্তু তারা কেউ সাহিত্যের সকল শাখায় বিচরণ করতে পারেন নি। তবে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতিক্রম। একমাত্র সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি বাংলার গর্ব, বাঙালির গর্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের আয়োজনে শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কবিতা পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
.
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কবি দীনেশ মন্ডল, সহকারী অধ্যাপক সুরাইয়া শরীফ, নাঈম নাজমুল, বকুল হক, মামুন আজাদ।
.
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকের কাছে রবীন্দ্র সাহিত্য দুর্বোধ্য, কঠিন মনে হলেও তা আমাদের পড়তে হবে, জানতে হবে এবং তা হৃদয় ধারণ করতে হবে। আমাদের সন্তানদের পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তিনি আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ।
.
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি করেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, অরুণ বর্মন, শাহরিয়ার সোহেল, নূরজাহান আরা নীতি, ব্রতী বর্মণ, আতিয়ার রহমান, আবুল হাসান তুহিন, ভদ্রাবতী বিশ্বাস,অ্যাড. মাহমুদা খানম, কাজী নূর, গোলাম মোস্তফা, শরিফুল আলম, সঞ্জয় নন্দী, আমিনুর রহমান, শরিফ হোসেন ধীমান, রাজ দাস প্রমুখ। অনুষ্ঠানে বেহালার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ব্রতী বর্মণ। এছাড়া বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।
প্রিন্ট